শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার তাপমাত্রা কিছুটা কমবে। এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
Read More- টেস্টে ভালো ফল করেও নম্বর কমল মাধ্যমিকে, চরম সিদ্ধান্ত নিল কাটোয়ার পৌলমী
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড়ের দাপটও থাকবে।
কলকাতাতেও ভ্য়াপসা গরম থাকবে সারাদিন। সন্ধের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।