গভীর নিম্নচাপ কেটে এখন শুধুই বর্ষা। সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সকালে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিও হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার সপ্তাহের শুরুর দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। আগামী ৬ থেকে ৮ অগস্ট গস্ট বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতাতে।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন। বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলি- কালিম্পং-এ ভূমিধসের সম্ভাবনা। উত্তরবঙ্গের নদী গুলোর জলস্তর বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।