উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা। সেকারণে বিগত কয়েকদিন ধরেই উত্তরের একাধিক জেলায় চলছে বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে সম্পূর্ণ উল্টো ছবি। বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাপসা গরম বিভিন্ন জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা বাড়বে। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে একাধিক জেলায়।
Read More- বোলারদের দাপটের সঙ্গেই বিশ্বকাপ শুরু ভারতের, রবিবার সামনে পাকিস্তান
তবে বৃহস্পতিবার বিকালে হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। আগামীকাল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ভ্য়াপসা গরম থাকবে শহর কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সকাল থেকে রোদের তেজ থাকবে। আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে প্রায় সারাদিন।