বসন্ত কালে বেশ মনোরম আবহাওয়াই উপভোগ করছেন বঙ্গবাসী। প্রবল দাবদাহ থেকেও মিলেছে মুক্তি। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা। আগামী বৃহস্পতি ও শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ এর উপরে। যদিও আবহাওয়া দফতরের দাবি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। একইসঙ্গে উল্লেখযোগ্য ভাবে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২।
পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলির কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রবিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।