অ্যাডিনো ভাইরাস প্রকোপে শীর্ষে বাংলা ! আইসিএমআর নাইসেডের সমীক্ষায় উঠে এল এমনই তথ্য । বাংলায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে । প্রায় প্রতিদিনই শিশু মৃত্যুর খবর সামনে আসছে । রাজ্যের হাসপাতালগুলিতে অসুস্থ শিশু কোলে মা-বাবাদের ভিড়, চোখে-মুখে শুধু আতঙ্ক । তবে, রাজ্যের তরফে বলা হচ্ছে অ্যাডিনো ভাইরাসের তুলনায় কোমর্ডিবিটি ও রেফার জনিত সমস্যায় শিশু মৃত্যু হচ্ছে । এসবের মাঝে নাইসেডের সমীক্ষায় বলা হয়েছে, অ্যাডিনোর কবলে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে প্রথমেই বাংলা । জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আক্রান্ত প্রায় ৩৮ শতাংশ ।
শিশু মৃত্যুর পিছনে কোন ভাইরাস তা জানতে সারা দেশ জুড়ে আইসিএমআর-এর ভাইরাল রিসার্চ ডায়গনেস্টিক ল্যাবরেটরিগুলিতে একটি সমীক্ষা করা হয় । সেখানেই অ্যাডিনো সংক্রমণে তারা প্রথমে রেখেছে বাংলাকে । এরপরেই রয়েছে, তামিলনাড়ু (১৯ শতাংশ), কেরল (১৩ শতাংশ), দিল্লি (১১ শতাংশ),মহারাষ্ট্র (৫ শতাংশ) । কেন্দ্রের এই সমীক্ষা প্রকাশ্যে আসার পরই ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । মা-বাবাদের মনে আতঙ্ক আরও বাড়ছে ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিসি রায় হাসপাতালে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উদ্বেগ প্রকাশ করে নবান্ন । শিশুদের চিকিৎসার জন্য রাজ্য জুড়ে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে আশ্বস্ত করা হয় নবান্নের তরফে । যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "শিশুমৃত্যু নিয়ে একটা ভয়ঙ্কর প্যানিক তৈরি করছেন কেউ কেউ । মানুষ যে ভয় পাচ্ছে, তাতে একদল লোক আবার ব্যবসা করার সুযোগও পায় ।" কিন্তু, নাইসেডের রিপোর্ট প্রকাশ্যে আসার পড় আরও দ্বিগুণ আতঙ্কে ভুগতে শুরু করেছে সাধারণ মানুষ ।