মা কালীর উপচার নিয়ে তাঁর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল বিতর্ক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া শাস্তির দাবি তুলে পুলিশে অভিযোগ জানিয়েছে বিজেপি। এবার সেই মন্তব্যকে হাতিয়ার করে, এক অভিনব প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। শ্রাবণ মাসে অকাল কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী ২৮ জুলাই, অমাবস্যায় এই পুজোর আয়োজন করা হয়েছে। আর তার জন্য জেলায় জেলায় মুষ্টিভিক্ষার কর্মসূচিও নেওয়া হয়েছে। কলকাতার কোথায় হবে পুজো ? তা চূড়ান্ত না হলেও, ইঙ্গিত যা তাতে পুজো হতে পারে, সল্টলেকের ইজেডসিসিতে।
মূলত দুর্গাপুজোর পরেই বাংলায় কালীপুজোর চল আছে। সেই পুজোকে শাস্ত্রমতে দীপান্বিতা কালী পুজোই বলা হয়। কিন্তু গেরুয়া শিবিরের দাবি, শ্রাবণ মাসেও কালীপুজোর চল আছে। তবে সেই পুজো হয়ে থাকে শনি ও মঙ্গলবার। কিন্তু তাঁদের পুজো হবে বৃহস্পতিবার। সোমবার দিল্লি থেকেও এই পুজোর ব্য়াপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রাজনৈতিক মহলের দাবি, শ্রাবণে কালীপুজোর আয়োজন করে রাজ্যে শাসক তৃণমূলকে চাপে ফেলার নতুন কৌশল নিয়েছে রাজ্য বিজেপি। যদিও মহুয়ার মন্তব্য থেকে প্রথম দিন থেকে দায় ঝেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। টুইট করার পাশাপাশি বিবৃতিতে দিয়ে তৃণমূল জানিয়ে দিয়েছিল, মা কালীর উপাচার নিয়ে কৃষ্ণনগরের সাংসদ যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সম্প্রতি নাম না করলেও মহুয়ার পাশেই দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
শহরের পাশাপাশি জেলাতেও এই পুজোর আয়োজন করা হবে বলে ইঙ্গিত রাজ্য বিজেপির। আর এই পুজোর আয়োজন করবে বিজেপির মহিলা মোর্চা।