এবার প্রাথমিক শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১০ মে প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা বোর্ডগুলিকে একটি নির্দেশ পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার নিরদেশনাটি পাঠিয়ে জানিয়েছেন, জেলার স্কুলগুলিতে শিক্ষক অপ্রতুল, তাই প্রাথমিক শিক্ষকদের বদলি করা হবে।