প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে দায়িত্বভার নেওয়ার পর গৌতম পাল ঘোষণা করেন প্রতি বছর টেট (TET) হবে। ঘোষণার কয়েক দিনের মধ্যেই টেট-এর তোড়জোড় শুরু করে দিল পর্ষদ।
টেট-এর আয়োজন করতে জেলাগুলিতে পরীক্ষাকেন্দ্রের তালিকা চেয়ে জেলা প্রাথমিক স্কুল পর্ষদগুলিকে চিঠি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে প্রত্যেক জেলায় পরীক্ষা গ্রহণের জন্য সঠিক পরিকাঠামো আছে কি না, তা জানাতে হবে।
Uttam Kumar: বাঙালির চিরকালীন আইকন উত্তমকুমারের জন্মবার্ষিকী আজ
এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।গত ২০ জুন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে অপসারিত করেন। নিয়োগ স্বচ্ছতা যাচাইয়ে সম্প্রতি, ১১ সদস্যের অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছেন, যাতে রয়েছেন বাংলার বিশিষ্ট জনেরা। বৃহস্পতিবার টেট মামলার শুনানিতে প্রাথমিকের শিক্ষা পর্ষদের এই নতুন কমিটির প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।