রাজ্য সরকার (West Bengal State government) অনুরোধ করেছিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়া হোক। সেই অনুরোধ ফিরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এমনই খবর কমিশন সূত্রে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভায় ভোট হওয়ার কথা। ওই একইসময়ে রাজ্যে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষাও চলবে। পরীক্ষার্থীদের কথা ভেবেই তারিখ বদলানোর অনুরোধ করেছিল রাজ্য। এই মর্মে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদায় এবার আইসির বিরুদ্ধে অভিযোগ, পুলিশ সুপারের কাছে নালিশ নিহতের স্ত্রীর
কমিশন জানিয়েছে, রাজ্যের অনুরোধ রাখা কমিশনের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ ওই দুই কেন্দ্রে নির্বাচন করানোর জন্য যথেষ্ট সময় হাতে নেই।
কমিশন জানিয়েছে, আসন শূন্য হওয়ার ছ’মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই হিসেবে ১৮ এপ্রিল নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।