রাজ্যে (West Bengal) স্কুল-কলেজ (School reopen) খোলা নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। ‘স্কুল খোলা নিয়ে নতুন নীতি তৈরি করুক রাজ্য সরকার’ এই দাবি জানিয়ে মামলাটি করেন এআইএসএফ সভাপতি সৌমেন হালদার।
তাঁর আবেদন, “স্কুল খোলা (School reopen) নিয়ে রাজ্য সরকারের (West Bengal governement) নির্দিষ্ট একটা পরিকল্পনা করা প্রয়োজন। কোভিড পরিস্থিতিতে কীভাবে স্কুল খোলা রাখা যায় তা নিয়ে একটা নীতি তৈরি করুক রাজ্য। আদালত অবিলম্বে নির্দেশ দিক এই রাজ্যে স্কুল খোলার প্রয়োজনীয়তা রয়েছে। ৫০ শতাংশ হোক বা অন্যান্য শর্তসাপেক্ষে হোক, অনেক কিছুই তো এই পরিস্থিতিতেও খোলা রয়েছে”।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনার (Covid restrictions) কারণে প্রথম বার বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয়েছিল অনলাইন ক্লাস (Online class)।
তারপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে বহু শর্ত মেনে স্কুল খোলা হয় পশ্চিমবঙ্গে। কলেজেও শুরু হয়েছিল অফলাইন ক্লাস (Offline class)। দ্বিতীয় ঢেউ শুরু হতেই ফের কোপ পড়ে শ্রেণিকক্ষে বসে পঠনপাঠনের ওপর। গত বছরের নভেম্বর মাসে আবার খুলেছিল শিক্ষা-প্রতিষ্ঠান। কিন্তু, তৃতীয় ঢেউ শুরু হতেই ৩ জানুয়ারি ফের বন্ধ হয়ে যায় রাজ্যের স্কুল-কলেজ।