বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করলেন তিনি। সেখানেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বাংলার ব্র্যান্ড অ্য়াম্বাসাডর নিয়োগ করা নিয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। প্রথমে অভিনেতা শাহরুখ খানকে ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর মঙ্গলবার ওই একই পদে বসানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও এদিন তিনি শাহরুখের প্রসঙ্গে কোনও কথা বলেননি।
মঙ্গলবার থেকে নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। এছাড়াও রাজ্যের একাধিক শিল্পপতিও ওই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।