রাজ্যে অ্যাডিনোভাইরাসে মৃত ২ শিশু। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষকে সতর্ক করে তাঁর দাবি, "অযথা আতঙ্কিত হবেন না।’’
বেশ কিছুদিন ধরেই অ্যাডিনোভাইরাস নিয়ে রাজ্যে আতঙ্ক গ্রাস করেছে। গত কয়েকদিনে জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুখে বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শিশুর। বুধবারই বিসি রায় হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন রাজ্যের স্বাস্থ্যসচিব। আর এই পরিস্থিতিতেই বৈঠক করে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Mamata Banerjee: সাগরদিঘি উপনির্বাচন হারে রাম-বাম-কংগ্রেসকেই দুষলেন মমতা