এবার কলেজের (WBCSC recruitment) অধ্যক্ষ নিয়োগে তৎপর হল রাজ্য সরকার। ২ বছর পর ফের রাজ্যের কলেজগুলিতে অধ্যক্ষ (College principal recruitment) নিয়োগ করা হবে। রাজ্যের অন্তত ৭০ থেকে ৮০টি কলেজে অধ্যক্ষ নিয়োগ করা হবে। রাজ্যের কোনও কলেজেই যাতে অধ্যক্ষের আসনটি (College principal recruitment) ফাঁকা না থাকে, তার জন্য উদ্যোগী হয়েছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যে এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রিত কলেজ রয়েছে ৪৫০টি। এর ২০ শতাংশ কলেজের শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ করা হবে।
মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন (Online application) করতে পারছেন প্রার্থীরা।৪০-৫৫ বছর বয়সীরা যোগ্যতা অনুসারে কলেজ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি ৫ হাজার টাকা। এছাড়া, কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর লাগবে। অধ্যাপক বা সহকারি অধ্যাপক হিসাবে অন্তত ১৫ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ স্থগিত দ্রেশদ্রোহ আইন প্রয়োগ, শীর্ষ আদালতে ধাক্কা কেন্দ্রের
রাজ্যে এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রিত কলেজ রয়েছে ৪৫০টি। ২০১৩ সালের আগে পর্যন্ত রাজ্যের কয়েকশো কলেজ অধ্যক্ষ ছাড়াই (College principal recruitment) পরিচালিত হচ্ছিল। যদিও ২০১৩ সালের পর থেকে চারবার কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ পদে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ করেছে।
২০১৯-এর পর তিন বছর বাদে ফের মঙ্গলবার অধ্যক্ষ নিয়োগের (WBCSC recruitment) বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এসএসসি’র নতুন পদ ৫ হাজার ২৬১টি। কর্মশিক্ষার জন্য ৭৫০টি ও শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদ তৈরি করা হয়েছে।