আর ৫০ দূরে ৩ হাজার। এই অবস্থায় রাজ্যের করোনা গ্রাফে কলকাতাকে টপকে শীর্ষে চলে গেল উত্তর ২৪ পরগনা। রাজ্যে স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৮৯ জন।
গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার সঙ্গে টক্কর চলছিল উত্তর ২৪ পরগনার। এদিন শহরকে ছাপিয়ে গেল জেলা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্য়া ৭৪০ জন। কলকাতায় আক্রান্ত ৭২৭ জন। তৃতীয় স্থানে আছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্য়া ২১৩ জন।
আরও পড়ুন : ভাটপাড়ার বন্ধ দোকানে জোরালো বিস্ফোরণ, আহত ২, ৫০ ফুট উড়ে গেল দোকানের শাটার
এদিকে, রাজ্যের করোনা ফের উর্ধ্বমুখী হওয়ায় অনেক স্কুলেই ক্লাস নিয়ন্ত্রণের কথা ভাবছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি স্কুল ইতিমধ্য়েই ঘুরিয়ে ফিরিয়ে ক্লাস করানোর বিষয়ে চিন্তা করছে। যদিও এই ব্য়াপারে এখন তাদের কাছে সরকারি নির্দেশিকা যায়নি।