রাজ্যে কোভিড গ্রাফে (Bengal Covid Graph) ওঠা-নামা অব্যাহত । তবে বৃহস্পতিবার রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধমুখী থাকার পর শুক্রবার সামান্য কমল। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Covid-19 Cases) হয়েছেন ৪৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের । তবে দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৪.৮ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫জন। এই সংখ্যাও গতকালের তুলনায় কম । এই নিয়ে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৭৩ হাজার ৯৯৮ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। বাংলায় এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৪১৭ জন।
বাংলার মতই সারা দেশেও উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের ঊর্ধমুখী গ্রাফ। নতুন করে চিন্তায় ফেলছে দিল্লি-মুম্বইয়ের পরিসংখ্যান।