রাজ্যে কোভিডের দৈনিক সংক্রমণ (Covid Daily Graph) নিম্নমুখী । রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Cases) হয়েছেন ৫১২ জন । মৃত্যু হয়েছে ২৭ জনের । এর মধ্যে ১২ জনই কলকাতার । রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ ।
সক্রিয় রোগীর (Active Covid Cases) সংখ্যাও কমছে । রাজ্যে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১২,৬৪৩ । কলকাতায় (Kolkata) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন । উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ জন । মৃত্যু হয়েছে ২ জনের ।
আরও পড়ুন, India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,৮৭৭, একটু হলেও কমেছে মৃতের সংখ্যা
রাজ্যে সংক্রমণের হার (Daily Positivity Rate) কমে হয়েছে ১.৪২ শতাংশ । রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৯০১ । মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭ জনের । গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৩৫,৯৪৪ জন ।