ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ (West Bengal Covid Graph) । রাজ্যে পরপর দু'দিন করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে করোনা আক্রান্তের (Covid19 cases) সংখ্যা । রবিবার রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ২ জনের ।
শনিবারের তুলনায় সামান্য বেড়েছে পজিটিভিটি রেট (Positivity Rate) । এই মুহূর্তে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়ে উঠেছেন ৬৭৪ জন । শতকরা হিসেবে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ । রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬৮৭ । তার মধ্যে মাত্র ১৭৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন । বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন ।
আরও পড়ুন, Independence Day 2022: দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতারি, স্বাধীনতার আগে নিরাপত্তার চাদর
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১,০২,৪৮৭ । সুস্থ হয়ে উঠেছেন ২০,৭৫,৩৭৮ জন । মোট মৃত্যু হয়েছে সংখ্যা ২১,৪২২ জনের । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০,০২৯ টি । গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৭৭৫ ।