গত ২৪ ঘন্টায় রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৫২ জন। দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ২.৭০ শতাংশ। মৃত্যু হয়েছে মোট ২ জনের।
এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৫১ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।
বৃহস্পতিবার এ রাজ্যে মোট ৯ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। যা বুধবারের তুলনায় সামান্য কম। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৯৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা রুখতে ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১ লক্ষ ৪১ হাজার ৮৩৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৪৫৮টি। করোনা সতর্কতায় ফের জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।