রাজ্যে করোনা গ্রাফে (West Bengal Covid Graph) স্বস্তি । সুস্থতার পথে এগোচ্ছে বাংলা । শনিবারের তুলনায় রবিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে । রাজ্যের স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত (Covid-19 cases) হয়েছেন ২২২ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬ হাজার ৫২৪ জন । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ৩ জনের ।
বাংলার অ্যাকটিভ কেস কমছে । বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,৯২৮ জন । গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩২৫ জন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৮২ হাজার ১৩৬ জন । পজিটিভিটি রেট ২.৪৮ শতাংশ । রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১,৪৬০ জনের ।
আরও পড়ুন, Moderna-Pfizer Clash: করোনা টিকার স্বত্ত্ব লঙ্ঘন করেছে ফাইজার, মামলার হুঁশিয়ারি মডার্নার
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট ৮ হাজার ৯৬০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৬,২৬৪,৯৪৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ৭৭ হাজার ৯৭৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।