রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৫২ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও মৃত্যু (Covid Death) হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন। রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৬৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা (Covid Test) করিয়েছেন ১২,১৭৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড পরীক্ষা করিয়েছেন ২ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৮২৫ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ০.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৬৭৭ জন। রাজ্যে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭ কোটি ২২ লক্ষ ২০ হাজার ৮২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৬ কোটি ১১ লক্ষ ৫৩ হাজার ৫১৯ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ২৪ লক্ষ ৮৫ হাজার ৬৫৬ জন।