গত কয়েকদিন ধরে রাজ্যে নিম্নমুখী কোভিড (West Bengal Covid Graph) গ্রাফ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে । শনিবারের তুলনায় রবিবার ফের আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে । রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০১১ জন । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ৭ জনের । দৈনিক পজিটিভিটি রেট (Daily Positivity Rate) কমে হয়েছে ৭.৭৮ শতাংশ ।
সংক্রমণের হারে শীর্ষে রয়েছে সেই কলকাতা (Kolkata) । এখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, ২১১। তারপরেই আছে উত্তর ২৪ পরগনা ও বীরভূম । দুই জেলায় কোভিডে আক্রান্ত যথাক্রমে ১৬৩ ও ১৩৩। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ঘটেনি ঝাড়গ্রাম, কালিম্পং জেলায় ।
আরও পড়ুন, India Covid19 Update : ভারতে করোনা সংক্রমণে ফের শীর্ষে মহারাষ্ট্র, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ, ৯৩ হাজার ৮৯১ জন । মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৬৬ জনের । হোম আইসোলেশনে রয়েছেন ১৫,০২৪ জন । গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ লাখ ৪১ হাজার ১৪১ জন ভ্যাকসিন নিয়েছেন ।