সামান্য স্বস্তি দিল বৃহস্পতিবার রাজ্যের প্রকাশ করা কোভিড বুলেটিন। সপ্তাহের শুরুতে স্বস্তি দিলেও, মঙ্গল এবং বুধ, পরপর দু'দিনই রাজ্যের করোনা গ্রাফ (Coronavirus) ছিল ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় যা সামান্য কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কোভিডে মৃত্যু হয়েছে মোট ৪ জনের। সুস্থ হয়েছেন ১,৯৪৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ।
এখনও পর্যন্ত কোভিডে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৮৯৬ জন। এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ৬৫ হাজার ৫৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন মোট ১২ হাজার ৬৭ জন। কোভিড ধরা পড়েছে ৬.৪২ শতাংশের।
বুধবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯১১ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২০৩)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে উত্তর ২৪ পরগনা (১৬৭) এবং বীরভূম (১০৭)। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। সংক্রমণের হার ৬.৮৫ শতাংশ।