দেশে কোভিড সংক্রমণ উর্ধ্বমুখী হলেও, বাংলায় করোনা সংক্রমণ তুলনামূলক কম । রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে । শনিবার, রাজ্যের স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হয়েছেন ৩১ জন । সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে কোনও মৃত্যু (Covid Death) হয়নি । তবে, শনিবার সকালেই কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে এক মহিলার ।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৫৭৪ জন। মোট মৃত্যু হয়েছে ২১,২০৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,২৫৬ জন । সংক্রমণের হার (Positivity Rate) ০.২৮ শতাংশ । রাজ্যে কোভিডে এখনও হোম আইসোলশনে আছেন ৩৫০ জন । হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন । গত ২৪ ঘণ্টায় কোভিড টিকাকরণ করিয়েছেন ৪৪ হাজার ৬২০ জন । রাজ্যে মোট প্রিকশন ডোজ (Pre-caution dose) নিয়েছেন ২৯ লক্ষ ৮৪ হাজার ১২৩ জন।
আরও পড়ুন, Covid Vaccine Corbevax:কোভিড বুস্টার ডোজের জন্য কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র সরকারের
কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে এখনও আশঙ্কা কাটেনি । রাজ্যে কোভিড সংক্রমণ কমলেও এখনও চিকিৎসকরা কোভিড বিধিনিষেধ (Covid Guidelines) মেনে চলারই পরামর্শ দিচ্ছেন । এদিকে, গত ২৪ ঘণ্টার রিপোর্টে করোনায় মৃত্যু সংখ্যা শূন্য ঠিকই । তবে, শনিবারই কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে এক মহিলার । ২৯ মে-এর পর ৪ জুন অর্থাৎ শনিবার ভোরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । এক সপ্তাহের মধ্যে দুজনের মৃত্যু কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ।