মাওবাদী হামলার (Maoist Attack) আশঙ্কায় জঙ্গলমহলে (Jangal Mahal) হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে। শুক্রবারই কেন্দ্রের গোয়েন্দা টিম রাজ্যকে (West Bengal) এই নিয়ে সতর্ক করেছে। এবার জঙ্গলমহলের জেলা পরিদর্শনে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (West Bengal DG)। এই এলাকাগুলিতে বর্তমানে কী ধরনের পরিস্থিতি আছে, তা নিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বাঁকুড়া জেলার মাওবাদী অধ্যুষিত এলাকা রানিবাঁধ, রায়পুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করেছে রাজ্য পুলিশ। এই পাঁচটি থানা এলাকায় নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। টহলদারি বাড়়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজিপি।
আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস বাংলায়, কলকাতায় বৃষ্টি কবে?
গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধ ডাকে মাওবাদীরা। সেই বনধে ভাল সাড়া পড়েছিল। তারপরই কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনী জানায়, আগামী ১৫ থেকে একমাসের মধ্যে জঙ্গলমহলের কোনও থানা বা প্রশাসনিক ভবনে হামলা চালাতে পারে সিপিআই মাওবাদী গোষ্ঠী। এরপরই রাজ্যের পক্ষ থেকে পুলিশকে হাই অ্যালার্ট জারি করা হয়।