বাড়িতে বাড়িতে এখন ডেঙ্গু (Dengue Treatment) হচ্ছে । এই আবহে ডেঙ্গু সচেতনতা নিয়ে বিশেষ ভিডিও ইউটিউবে শেয়ার করেছে পশ্চিমবঙ্গ ডক্টরস ফোরাম (West Bengal Doctors Forum) । প্লেটলেট কাউন্ট নিয়ে বিতর্ক, ভুল ধারণা থেকে শুরু করে ডেঙ্গু টিকা, ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়েদের নিয়েও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিয়েছেন চিকিৎসক তন্ময় বন্দ্যোপাধ্যায় ।
অনেকসময় দেখা যায়, ডেঙ্গি আক্রান্ত রোগীর প্লেটলেট কাউন্ট কোনওদিন ভাল থাকছে, আবার তার পরেই এতটা কমে যাচ্ছে যে, রোগী ও আত্মীয়-পরিজনের মধ্যে সেই বিষয়ে নানারকম প্রশ্ন জেগে উঠছে । বিতর্ক তৈরি হচ্ছে । এই বিষয়ে তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডেঙ্গি রোগীর প্লেটলেট সবসময় ওঠা-নামা করে । দেখা যায় ২ লাখ থেকে দেড়লাখ হয়ে যাচ্ছে কিংবা ১ লাখে নেমে আসছে । তবে আতঙ্কের কোনও কারণ নেই । সবসময় মনিটর করতে হবে । দরকার হলে প্লেটলেট দিতে হবে ।
পূর্ণ গর্ভবতী মা, যাঁদের হয়তো প্রসবকালীন সময় আসন্ন, তাঁদের ডেঙ্গি হলে কি বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ? এমনই আতঙ্ক, ভয় বারবার ঘোরাফেরা করে মানুষের মধ্যে । এই বিষয়ে তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সাধারণভাবে বাচ্চার ক্ষতির সম্ভাবনা বা ডেঙ্গি হওয়ার সম্ভাবনা খুবই কম । কোনও গবেষণায় এরকম তথ্য তাঁরা পাননি । তবে, কিছু কেস রিপোর্ট এসেছে । সেখানে দেখা গিয়েছে, মায়ের ডেঙ্গু হয়েছিল । বাচ্চা জন্মানোর পর তারও ডেঙ্গি ধরা পড়েছে । তবে, এধরনের কেস খুব কম । আর এর কোনো ডেটা নেই ।
চিকিৎসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডেঙ্গির প্রতিষেধক টিকা নিয়ে কাজ চলছে অনেকদিন ধরেই । ব্রাজিল, মেক্সিকো থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়াতেও এই নিয়ে গবেষণা হয়েছে । বিষয়টা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে । হয়তো দু-এক বছর পরে ডেঙ্গির প্রতিষেধক টিকা বাজারে আসবে ।