ডিম উৎপাদনে ক্রমশই স্বনির্ভর হচ্ছে বাংলা। পোলট্রি ব্যবসায় উন্নতির পাশাপাশি আগামিদিনে ভিন রাজ্যে ডিম রফতানি করার কথাও ভাবছে রাজ্য।
প্রতি বছর রাজ্যে ১৪০০ কোটি ডিমের প্রয়োজন হয়। এতদিন এর মধ্যে ৪০০ কোটি ডিম বাইরে থেকে আমদানি করতে হত। কিন্তু রাজ্য সরকারের প্রচেষ্টায় পোলট্রি ব্যবসায় ব্যপক উন্নতি হয়েছে। যার জেরে আমদানিকৃত ডিমের পরিমাণ ৪০০ কোটি থেকে কমে হয়েছে মাত্র ৬৫ কোটি।
সম্প্রতি নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে যে পরিমাণ ডিমের চাহিদা রয়েছে সেই পরিমাণ ডিম আগামী বছরের মধ্যেই উৎপাদন করতে সক্ষম হবেন এ রাজ্যের পোলট্রি ব্যবসায়ীরা।
আরও পড়ুন - শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র অকেজো! টিস্যু দিয়ে ঘাম মুছেই বিমান যাত্রা ইন্ডোগোর যাত্রীদের
এমনকী, প্রয়োজনের তুলনায় বাড়তি ডিম উৎপাদন হবে। যে ডিম আগামী ২৪-২৫ আর্থিক বছরে ভিনরাজ্যে রফতানি করা হবে বলেও খবর।