সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ২০২৩ সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। নাম বাদ গিয়েছে ৪,১৫,২২৯ জনের। এই তালিকায় আপনার নাম রয়েছে কি না সেটা জানবেন কীভাবে?
তালিকা দেখার জন্য ceowestbengal.nic.in -এ ওয়েবসাইটে যেতে হবে।
হোম পেজেই রয়েছে Electoral Roll (Voter List)- অপশন। এতে ক্লিক করতে হবে।
তারপরেই সামনে চলে আসবে জেলা ভিত্তিক ভোটের তালিকা।
আরও পড়ুন- ঐতিহ্য ভুলছে নতুন প্রজন্ম, ফিকে হচ্ছে উদযাপন, এ সবের মধ্যে পুরুলিয়ায় চলছে টুসু পরব
নিজের জেলায় ক্লিক করলেই দেখা যাবে বিধানসভার নাম ও নম্বর সম্বলিত একটি তালিকা।
ওই কেন্দ্রের অপশনে ক্লিক করলেই দেখা যাবে খসড়া এবং চূড়ান্ত তালিকা।
চূড়ান্ত তালিকা অপশনে ক্লিক করলেই pdf আকারে পাওয়া যাবে চূড়ান্ত তালিকা। সেখনেই দেখা যাবে আপনার নাম রয়েছে নাকি বাদ পড়েছে।