জিএসটি বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই সরব হয়েছে রাজ্য সরকার । এই বিষয়ে অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও লেখেন । অবশেষে সেই চিঠির সাড়া মিলল । চাপের মুখে পড়ে রাজ্যের তিন মাসের জিএসটি বকেয়া টাকা মেটালো কেন্দ্র ।
সম্প্রতি, এপ্রিল থেকে জুন পর্যন্ত জিএসটি বাবদ বকেয়া টাকা রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র । নবান্ন জানিয়েছে, সেই খাতেই ৮১৪ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে । উল্লেখ্য, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাবদ ৫৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা রাজ্যকে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এই নিয়ে কয়েকদিনের মধ্যেই কেন্দ্রের কাছে তৃতীয়বার বকেয়া পেয়েছে রাজ্য ।
যদিও, ১০০ দিনের প্রকল্পে প্রাপ্য টাকা এখনও পায়নি রাজ্য । এমনই অভিযোগ তোলা হয়েছে । ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজের জন্য ৬৭৫০ কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য । কিন্তু, বারবার আবেদন জানিয়েও সে টাকা মেলেনি বলে অভিযোগ ।