রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ নয়, দশ শতাংশ মহার্ঘভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ান হল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্ধিত এই ভাতা ১ জানুয়ারি ২০২৪ সাল থেকেই কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ পান। তাঁদের মহার্ঘ ভাতা বাড়ছে ১০ শতাংশ।
আরও পড়ুন - মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়বে না কংগ্রেস, সাফ জানালেন অধীর চৌধুরী
ডিয়ারনেস রিলিফও (ডিআর) বাড়তে চলেছে দশ শতাংশ । অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তাঁরাও ১০ শতাংশ বর্ধিত হারে পেনশন পাবেন।