সাধারণ মানুষের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । কিন্তু, এমন অনেকেই আছেন, যাঁরা হয়তো সরকারি প্রকল্পগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয় বা প্রকল্পের নাম শুনলেও, বিস্তারিত জানেন না । ফলে প্রকল্পগুলির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন । এবার থেকে এডিটরজি বাংলায় পেয়ে যাবেন এমনই কিছু সরকারি প্রকল্প নিয়ে খুঁটিনাটি তথ্য । আজকের বিষয় চা সুন্দরী প্রকল্প (Cha Sundari Scheme) । চা বাগানের কর্মীদের জন্য এই প্রকল্প । কী কী সুবিধা রয়েছে, আবেদন কীভাবে করবেন জেনে নিন...
উত্তরবঙ্গে বেশিরভাগই জীবন-জীবিকা নির্ভর করে চা শিল্পের উপর । হাজার হাজার কর্মী কাজ করেন চা বাগানে । কিন্তু, কম বেতন, খাবার, থাকার জায়গা... নানারকম সমস্য়ার সম্মুখীন হতে হয় তাঁদের । তাই সেই চা শ্রমিকদের কথা চিন্তা করেই রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্প চালু করেন । এই প্রকল্পে চা শ্রমিকদের জন্য বেশ কিছু সুবিধা দেবে রাজ্য সরকার । এছাড়া, তাঁদের মজুরিও বৃদ্ধি করা হয়েছে ।
চা শ্রমিকদের জমির অধিকার এবং বিনামূল্যে বাড়ি করে দেওয়া হবে । ইতিমধ্যে বহু চা শ্রমিক এই সুবিধা পেয়েছেন । চা বাগানের কাছেই সরকারি জমিতে তৈরি হচ্ছে ঘর । প্রতিটি বাড়িতে থাকছে দুটি ঘর, একটি রান্না ঘর এবং শৌচালয় । এছাড়া, বিনামূল্যে চাল, গম এবং রেশনের সামগ্রী পেতে পারেন এই প্রকল্পে ।
আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে । শ্রম দফতর থেকে প্রথমে চা শ্রমিকদের তালিকা তৈরি করা হয় । শ্রম দফতরই জানিয়ে দেয়, কোন শ্রমিকরা এই সুবিধা পাবেন । এছাড়া, আবেদনকারীকে বাসস্থানের প্রমাণপত্র, নিজের পরিচয়পত্র এবং তারা যে চা বাগানের শ্রমিক তার প্রমাণপত্র জমা দিতে হবে শ্রম দফতরে ।
চা সুন্দরী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে । তবে, এটার অফলাইন আবেদন প্রক্রিয়াই চলে বেশি । শ্রম দফতরে গিয়ে আবেদন করতে হবে । তারপর শ্রম দফতরের তরফে প্রথমে চা সুন্দরী প্রকল্পে আবেদনের জন্য 'যোগ্য' শ্রমিকদের তালিকা তৈরি করেন তাঁরা । তারপর সেই অনুযায়ী দেখে রেশন বরাদ্দ হয়, বাড়ি তৈরি করা হয় ।