৯ মার্চ ধর্মঘটের পথে যাচ্ছেন রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপক সমস্ত অংশই। মঙ্গলবার রাতে শহীদ মিনার ময়দানের অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যে কর্মচারী ধর্মঘটের সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল দুই যৌথ মঞ্চ। ৯ মার্চ রাজ্যজুড়ে স্কুল, কলেজ-সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিল তারা। তবে হাসপাতাল-সহ একাধিক জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। যদিও রাজ্য়ে কোনও বন্ধ হতে দেওয়া যাবে না, বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার ১৩ দিনে পড়ল সরকারি কর্মী সংগঠনগুলির প্রতিনিধিদের অনশন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ৯ মার্চ দিনটি বেছে নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে। না হলে বুধবারই ধর্মঘটের ডাক দেওয়া হতো বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা।