রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষমতা নেই রাজ্যের। মঙ্গলবার রায় ঘোষণা করে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। এর জেরে রাজ্য-নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে গেল বলেই মত রাজ্যের শিক্ষাবিদদের একাংশের। এদিন হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দেয়, রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সরকার কোনও হস্তক্ষেপ করতে পারবে না।
মঙ্গলবার ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের নিয়োগ করবেন একমাত্র আচার্য বা রাজ্যপাল। এমনকি, রাজ্যে-নিযুক্ত সকল উপাচার্যের পদ খারিজের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, এই উপাচার্য নিয়োগ ঘিরেই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠে।