পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি টাকা পাবে না রাজ্যের কোনও ক্লাব। এবার এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুজোর আগে প্রত্যেকবার ক্লাবগুলিকে অনুদান দেওয়া হত। নবান্ন সূত্রে খবর, এবার সেই অনুদান আর দেওয়া হবে না। অধিকাংশ ক্লাব কোন খাতে কী খরচ করছে, সেই হিসেব দিচ্ছে না। তাই এই অনুদান বন্ধের সিদ্ধান্ত রাজ্যের।
সম্প্রতি, রাজ্য সরকারের অনুদান নিয়ে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা তির্যক মন্তব্য করেন। তমলুকের এক পুজো কমিটির মামলা প্রশ্নে তিনি জানান, মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে। যদিও নবান্ন সূত্রে খবর, এই সিদ্ধান্তের সঙ্গে হাই কোর্টের কোনও যোগ নেই।
আরও পড়ুন: মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়েমুচড়ে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু চালকের, আহত ৪
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছরে এককালীন ২ লক্ষ টাকা, পরের তিন বছর ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা পেত ক্লাবগুলি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৭৮১ ক্লাব এই অনুদান পেয়েছিল। পরের বছর ১৫০০ ক্লাবকে অন্তর্ভূক্ত করা হয়। কোভিড পর্বে বন্ধ থাকলেও ফের শুরু হয় অনুদান।