ধর্ষণ (Rape) হোক বা অ্যাসিড হামলা কিংবা যৌন নির্যাতন (Sexuall Harrasment), মহিলাদের উপর হওয়া বিভিন্ন অত্যাচারের প্রেক্ষিতে ক্ষতিপূরণ বাড়ানোর প্রতিশ্রুতি দিল রাজ্য । অভিযোগ, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় এসব ক্ষেত্রে ক্ষতিপূরণ (Rape Compensation) কম দেওয়া হয় । এ নিয়ে জনস্বার্থ মামলাও হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । সেই মামলায় রাজ্যের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে, মহিলাদের উপর বিভিন্ন অত্যাচারের ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় । শীঘ্রই এ বিষয়ে সংশোধনী বিল বিধানসভায় নিয়ে আসা হবে ।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, মহিলাদের উপর হওয়া বিভিন্ন ধরনের অত্যাচারের প্রেক্ষিতে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে বদল আনা হবে । মহিলাদের উপর হওয়া ঘটনাগুলিতে কতটা ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন তা নিয়ে ২০১৮ সালে একটি সূচি তৈরি করে নালসা । সেই সূচি মেনে ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা-ভাবনা করছে রাজ্য ।
আরও পড়ুন, WB TET Exam 2022: রেজাল্টে প্রভাব পড়বে না, বায়োমেট্রিক সমস্যায় সাফাই পর্ষদ সভাপতি গৌতম পালের
এদিন, নালসার ঠিক করা ক্ষতিপূরণের তালিকাও আদালতের সামনে তুলে ধরেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । যেমন, ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনায় নালসা সর্বনিম্ন চার লাখ এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে । এই ধরনের ঘটনায় বাংলায় ক্ষতিপূরণের অঙ্ক কমপক্ষে তিন লাখ টাকা । একনজরে নালসার সেই তালিকা দেখে নেওয়া যাক...
গণধর্ষণ - সর্বনিম্ন ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ
ধর্ষণ - সর্বনিম্ন ৪ লাখ, সর্বোচ্চ ৭ লাখ
ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা - সর্বনিম্ন ৩ লাখ, সর্বোচ্চ ৪ লাখ
জীবনহানি - সর্বনিম্ন ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ
বিকৃত যৌন নির্যাতন - সর্বনিম্ন ৪ লাখ, সর্বোচ্চ ৭ লাখ
৫০ শতাংশের বেশি পুড়ে গেলে - সর্বনিম্ন ৫ লাখ, সর্বোচ্চ ৮ লাখ
অ্যাসিড হামলায় মুখের বিকৃতি - সর্বনিম্ন ৭ লাখ, সর্বোচ্চ ৮ লাখ