ডিএ মামলার রায় পুনর্বিবেচনা করার যে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government), তা বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্য সরকারের আর্জি খারিজ করে গত ২০ মে-র রায়ই বহাল রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ (Division bench)। এবার ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য।
উল্লেখ্য, ২০ মে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের (Single bench) নির্দেশে বলা হয় ৩ মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে। এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। এর পাশাপাশি আদালত অবমাননার মামলা দায়ের করে কর্মী সংগঠনগুলি। সেই মামলাগুলি এখনও বিচারাধীন।
আরও পড়ুন: তল্লাশি চালাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু ইন্সপেক্টর-সিভিক ভলান্টিয়ারের
মূল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি সম্পর্কে রায় দিতে গিয়ে আদালত (Calcutta High Court) বৃহস্পতিবার জানিয়েছে, পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হচ্ছে না। দীর্ঘ শুনানি শেষের পর কী ভুল আছে, তা খুঁজে বার করা আদালতের দায়িত্বের মধ্যে পড়ে না।
এই রাজ্যের সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ৩ মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিবকে।