সাধারণ মানুষের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । কিন্তু, এমন অনেকেই আছেন, যাঁরা হয়তো সরকারি প্রকল্পগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয় বা প্রকল্পের নাম শুনলেও, বিস্তারিত জানেন না । ফলে প্রকল্পগুলির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন । এবার থেকে এডিটরজি বাংলায় পেয়ে যাবেন এমনই কিছু সরকারি প্রকল্প নিয়ে খুঁটিনাটি তথ্য । আজকের বিষয় পরিযায়ী সহায় প্রকল্প (Porijayi Sohay Scheme ) । পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প । কী কী সুবিধা রয়েছে, আবেদন কীভাবে করবেন জেনে নিন...
লকডাউনের সময় দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি এখনও চোখের সমানে ভাসে । সেইসময় কাজ হারা, না খেতে পাওয়া, ভবিষ্যতের চিন্তায় জর্জরিত মানুষগুলোর কথা চিন্তা করেই রাজ্য সরকার চালু করে পরিযায়ী সহায় প্রকল্প । ২০২১ সালে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
পরিযায়ী সহায় প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকরা প্রতিমাসে ৫ কেজি করে খাদ্য সামগ্রী পাবেন বিনামূল্যে । তাঁদের রেশন কার্ড না থাকলেও খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন তাঁরা । এই প্রকল্পে শুকনো খাদ্যসামগ্রীই পাবেন যোগ্য আবেদনকারী ।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
একইসঙ্গে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মসংস্থানের উদ্দেশ্যে ওই কর্মী পশ্চিমবঙ্গে বসবাস করছেন, এরকম শ্রমিকরাও পাবেন খাদ্যসামগ্রী
পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণের কাজ করতে পরিদর্শক নিয়োগ করেছে শ্রম দফতর। তাঁরা ব্লক, পুরসভা এলাকায় গিয়ে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। তা অনলাইন পোর্টালে আপলোড করবেন । সেই তালিকা দেখে কুপন সরবরাহ করবে শ্রম দফতর । এবার তাঁরা নিকটবর্তী যে কোনও রেশন দোকানে কুপনটি দেখালেই বিনামূল্যে রেশন বা খাদ্যসামগ্রী পাবেন।