রাজ্য চালু হতে চলেছে 'এক পরিবার, এক পরিচিতি' । অর্থাৎ একটা পরিবারের একটাই পরিচয় পত্র থাকবে । সেরকমই অন্য ধরনের আইডি তৈরি করতে চলেছে রাজ্য সরকার । সরকারি পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয়,সেজন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।
আসলে এই বিশেষ আইডি হবে তথ্যভাণ্ডার । যেমন আধার কার্ডে একজন ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়, রাজ্যবাসীর জন্য তৈরি বিশেষ আইডিতে থাকবে গোটা একটা পরিবারের তথ্য । পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, তাঁদের কে কোন সরকারি পরিষেবার সুবিধা পান ইত্যাদি বিষয়গুলি ।
জানা গিয়েছে, যেসব পরিবার সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাঁদেরই এই ইউনিক আইডি কার্ড দেবে রাজ্যসরকার । তবে, অন্যদেরও ফেরাবে না সরকার ।
কী সুবিধা রয়েছে কার্ডের ?
এই কার্ড চালু হলে সরকারি পরিষেবা পাওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যদের আলাদা আলাদা নথি জমা দিতে হবে না । একটা কার্ডেই সব তথ্য থাকলে, আলাদা কাগজপত্রের প্রয়োজন পড়বে না । এতে সময়ও বাঁচবে অনেকটা ।