মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সিকিম। বাদ যায়নি বাংলার পাহাড়ও। আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ির একাধিক এলাকাতেও তার প্রভাব পড়েছিল। সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তার জন্য এবার দুয়ারে সরকার শিবির খুলতে চলেছে রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি জানান, সিকিমে বন্যা বিপর্যয়ের জেরে বাংলার পাহাড় ও ডুয়ার্স ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে সুবিধা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালিম্পংয়ের জেলাশাসক শুভ্রমণিয়ম পি বলেন, কালিম্পং জেলার তিস্তা, তিস্তা ও সামথার এবং সামসে গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হবে। জলপাইগুড়ি জেলাতেও ১৫টি শিবির হবে বলে জানানো হয়েছে।
মূলত বন্যার জেরে অনেকের গুরুত্বপূর্ণ নথি ভেসে গিয়েছে। সেইসব নথি তুলে দিতেই ফের নতুন করে শিবিরের আয়োজন করা হচ্ছে।