রাজ্যে শিল্প-কর্মসংস্থানে জোর দিতে উদ্যোগী হল সরকার (West Bengal Government) । নবান্নে (Nabanna) সূত্রে খবর, বিশ্ব ব্যাঙ্ক থেকে ২৫০০ কোটি ঋণ নিচ্ছে রাজ্য । সড়ক, রেল ও জলপথের মাধ্যমে পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও মজবুত এবং উন্নত করার লক্ষ্য নেওয়া হচ্ছে । শুক্রবারই বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । রাজ্যের এই উদ্যোগের ফলে কর্মসংস্থানও বাড়বে বলে মনে করা হচ্ছে ।
শুক্রবার নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিকাঠামো কাউন্সিলের প্রধান সঞ্জয় বুধিয়া, বিশ্ব ব্যাঙ্ক, একাধিক রফতানি সংস্থা ও বণিক সভার প্রতিনিধিরা । সেখানে রাজ্যের শিল্প ও বাণিজ্যের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে । আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নীতি, রোড ম্যাপ নিয়েও আলোচনা হয়েছে ।
আরও পড়ুন, JU Student Death : সিনিয়র আই-প্যাক কর্মীর গ্রেফতারি আটকানো হয়েছে, যাদবপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
রাজ্যের লক্ষ্য হল, আগামী ১০ বছরের মধ্যে রফতানি দ্বিগুণ করা । সরকারের আশা, এই উদ্যোগের কারণে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান হবে । সেই লক্ষেই এগোচ্ছেন তাঁরা । বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাণিজ্য মহল ।