অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অনুরোধ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চান মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন। মানুষ সেই দাবি জানাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকার আবেদন করেছেন রাজ্যপাল।
এদিকে পুজোর একমাস বাকি। উৎসবের প্রস্তুতির মধ্যেই টানা আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল তিলোত্তমা। সোমবার রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ও সব দফতরের সচিবদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভার্চুয়ালি থাকবেন জেলাশাসকর, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররাও। আরজি কর কাণ্ড নিয়ে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররাও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তার দিকেও নজর থাকবে।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার যাদবপুরে রাতদখলের মঞ্চে প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবারও। কয়েকদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা। লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পর সিপির সঙ্গে তাঁরা দেখা করেন ও স্মারকলিপি জমা দেন। সিপির কাছেই তাঁর পদত্যাগের দাবি করেন চিকিৎসকরা। সোমবার সিপির পদত্যাগের দাবিতে মিছিল করবে সিপিআইএম। লেনিন মূর্তির পাদদেশ থেকে লালবাজার অভিযান হবে।