সন্দেশখালি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নকে পুরো পরিস্থিতি বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কী ঘটেছে?
কয়েকদিন ধরেই মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। জারি করা হয়েছে ১৪৪ ধারা এবং ইন্টার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার সকালে BJP র তরফে সন্দেশখালি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়। এবং অবিলম্বে ১৪৪ ধারা তুলে নেওয়া ও ইন্টারনেট পরিষেবা চালু করার দাবি তোলেন শুভেন্দু অধিকারী।
এদিকে তৃণমূলের তরফে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এই ঘোষণা করেন।