রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জগদীপ ধনখড়ের পথে হাঁটলেনই না নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শিক্ষা দফতরকে সঙ্গে নিয়েই উপাচার্য নিয়োগ করতে চান রাজ্যপাল (West Bengal Governor)।
আগামী ১৭ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের চালু করা নীতি মেনে রাজভবনের পক্ষ থেকে শিক্ষা দফতরে আমন্ত্রণপত্রও গিয়েছে। ১৮ জানুয়ারি রাজভবনে বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য যে তিনজনের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল।
আরও পড়ুন: নির্বাচনী বন্ডে এক বছরে ৯৬ শতাংশ আয় বৃদ্ধি শাসক দল তৃণমূল কংগ্রেসের
প্রসঙ্গত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্। গ্রেফতার হয়েছেন। তাঁর পরিবর্তে অস্থায়ী পদে দায়িত্ব সামলাচ্ছেন ওমপ্রকাশ মিশ্র। ওই পদেই স্থায়ী নিয়োগের জন্য বৈঠকে বসবে রাজ্যপাল। ২২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে হাই কোর্টে মামলা চলছে। সেই নিয়েও কথা হতে পারে বৈঠকে।