বিধানসভায় (West Bengal Assembly) গোলমালের ঘটনায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) কড়া চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।আগামী তিন দিনের মধ্যে এই বিষয়ে সুবিধাজনক সময় অনুযায়ী স্পিকারের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন তিনি।
কিন্তু রাজ্যপালের এমন বক্তব্য 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে জানিয়েছেন স্পিকার। মঙ্গলবার রাতেই রাজভবনে জবাবি চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। বিধানসভার অধিবেশনের জন্য এই সময়ে রাজভবনে তাঁর পক্ষে দেখা করতে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Dilip Ghosh: 'দল গাড্ডায় পড়েছে, তাই আয়রাম-গয়ারামরা চলে যাচ্ছেন', জয়প্রকাশ প্রসঙ্গে মন্তব্য দিলীপের
স্পিকারকে পাঠানো চিঠিতে রাজ্যপালের অভিযোগ, বিধানসভায় শাসকদলের মহিলা মন্ত্রী-বিধায়কেরা যে ভাবে পথ আটকে তাঁর আসনের কাছাকাছি এসে দাঁড়িয়েছিলেন, তা নজিরবিহীন। পরিষদীয় মন্ত্রীও শাসক পক্ষকে শান্ত করার চেষ্টা করেননি। ধনখড়ের দাবি, বিধানসভার মার্শাল এবং তাঁর সহযোগীরাও বিধানসভার সচিবের মাধ্যমে পাঠানো তাঁর বার্তায় কর্ণপাত করেনি।
রাজ্যপালকে পাঠানো তাঁর জবাবি চিঠিতে স্পিকার লিখেছেন, ধনখড়ের বক্তব্য শুধু সত্যের অপলাপই নয়, তা পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিমানের দাবি, বিধায়কদের একাংশকে বদনাম করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন রাজ্যপাল। তাঁর দাবি, আন্তর্জাতিক নারী দিবসে মহিলা প্রতিনিধিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।