রাজ্যজুড়ে অশান্তির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta High Court)। সোমবার হাই কোর্ট জানায়, প্রয়োজনে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের(Prakash Srivastav) ডিভিশন বেঞ্চ।
নিলম্বিত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিন বাংলার বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে অশান্ত এলাকায় সেনা নামানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য যদি মনে করে পরিস্থিতি ‘হাতের বাইরে’ চলে যাচ্ছে, তা হলে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। আগামী দু’দিনের মধ্যে পুরো ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাই কোর্ট(Calcutta High Court)। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, নূপুরের ঘৃণাভাষণের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর মিলেছে। হাওড়ার ধুলাগড়, অঙ্কুরহাটি, পাঁচলা, উলুবেড়িয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যার জেরে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নবান্ন(Nabanna)। মুর্শিদাবাদের বেলডাঙাতেও(Beldanga clash) উত্তেজনা ছড়ায়। সেখানেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।