স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swastha Sathi Scheme) প্রধান উদ্দেশ্য ছিল, রাজ্যবাসীর সুলভ চিকিৎসা। সেটা মাথায় রেখেই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)। এবার সাধারণ মানুষের সুবিধার্থে চোখের অপারেশনের জন্যও স্বাস্থ্যসাথী কার্ড শুরু করল রাজ্য সরকার।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা কলকাতা মেডিকেল কলেজে নিখরচায় চোখের চিকিৎসার জটিল অপারেশন করতে পারবেন। এতদিন পর্যন্ত চোখের চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যেতে না। সম্প্রতি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যে যে কোনও চোখের চিকিৎসা করানো যাবে।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত
স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুবিধা থাকলেও, বেশ কিছু চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে হত না। বিনামূল্যে রাজ্যের বাসিন্দারা যাতে এই সুযোগ পান, তাই এই উদ্যোগ রাজ্য সরকারের। সূত্রের খবর, কোন কোন চিকিৎসা স্বাস্থ্যসাথী প্রকল্পের বাইরে আছে, তার বিস্তারিত তালিকা চেয়ে জেলাগুলিতে চিঠি পাঠানো হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, যে সব রোগ প্রকল্পের আওয়তায় নেই, সেগুলি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। তবে চোখের জটিল অপারেশন রাখা হলেও, প্রাথমিকভাবে ছানি অপারেশন এই তালিকায় নেই।
আরও পড়ুন: এবার নেতাজিকে ঘরে ফেরানোর সময় এসেছে, স্বাধীনতা দিবসে বিবৃতি কন্যা অনিতার
ছানি অপারেশনকে কেন এই তালিকায় আনা হয়নি! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ছানি অপারেশনের নামে এই প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। তাই আপাতত ছানি অপারেশনের বিষয়টি প্রকল্পের আওতায় আনা হচ্ছে না। তবে চোখের অন্যান্য জটিল অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। এই উদ্যোগে রাজ্যের বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।