পঞ্চায়েতের আগেই বাজেটে গ্রামীণ উন্নতিতে জোর রাজ্যের। আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose) জানান, ১০০ দিনের কাজ, সড়ক ও আবাস যোজনায় এক নম্বর থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা। সেই পরিস্থিতিতেই এবার রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করল তৃণমূল সরকার(TMC Govt.)। এর মাধ্যমে একাধিক নতুন রাস্তার পাশাপাশি পুরনো রাস্তা সংস্কারেও জোর দেওয়া হবে।
বুধবার বেলা ২টোয় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। বাজেট ভাষণের শুরুতেই কেন্দ্রকে আক্রমণ করেও চন্দ্রিমা মনে করিয়ে দেন গ্রামীণ আবাস প্রকল্পে এখনও বাংলাই দেশের শীর্ষে রয়েছে। গ্রামীণ অর্থনীতির(Village Economy) কথা আসতেই তাঁর ভাষণে উঠে আসে ১০০ দিনের কাজের প্রসঙ্গও। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানান, কেন্দ্র সরকার 'লজ্জাজনকভাবে' ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়ে দিয়েছে। ফলে সেই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে গরিব-মধ্যবিত্ত মানুষের জীবনে।
আরও পড়ুন- Jitti Bhai ED: দিল্লির ইডি দফতরে মনজিৎ সিং গ্রেওয়াল, কলকাতার ধাবা মালিককে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের