কেন্দ্রের শিক্ষানীতি ফতোয়ার মতো চাপিয়ে দেওয়া হচ্ছে, মোদী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ বেশ কিছুদিন ধরেই ছিল রাজ্য সরকারের। এবার পৃথক শিক্ষানীতি (New Education Policy) তৈরির তৎপরতা শুরু করল মমতা সরকার। ইতিমধ্যে বিশ্বের সেরা বাঙালি শিক্ষাবিদদের নিয়ে ১০ সদস্যের কমিটি গড়েছে শিক্ষা দফতর। কমিটির নেতৃত্বের রয়েছেন কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gaytri Chakraborty Spivak)। ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে এই কমিটিকে।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, সংবিধানে শিক্ষা একটি যৌথ তালিকাভুক্ত বিষয়। তার পরও কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে একটি শিক্ষানীতি বানিয়ে রাজ্যগুলির ওপরে চাপিয়ে দিচ্ছে। যা আমরা মানি না। একাধিক অবিজেপিশাসিত রাজ্য এর বিরোধিতা করে নিজেদের শিক্ষানীতি তৈরিতে উদ্যোগী হয়েছে। আমরাও আমাদের শিক্ষানীতি তৈরি করব। সেজন্য ১০ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কমিটি ২ মাসের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট হাতে পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে শিক্ষানীতি।
কমিটিতে সুগত বসু (Sugata Bose), সুরঞ্জন দাস (Suranjan Das), নৃসিংহপ্রসাদ ভাদুড়িরাও (Nrisinghaprasad Bhaduri) রয়েছেন।
শিক্ষাবিদদের একাংশের মতে, কেন্দ্রের শিক্ষানীতি মার্কিন শিক্ষানীতির অন্ধ অনুকরণ। ভারতের মতো দেশ, যেখানে বহু শিশু পরিবারের প্রথম সদস্য হিসাবে স্কুলে পা রাখে সেখানে এই শিক্ষানীতি অবাস্তব। তাড়াছা এই দেশের শিক্ষাব্যবস্থায় গৈরিকীকরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের।
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'রাজ্যের এই অধিকার অবশ্যই রয়েছে। কেন্দ্রীয় শিক্ষানীতি খুব একটা ভাল হয়েছে তা আমার মনে হয় না। গৈরিকীকরণ, হিন্দি ভাষার প্রচার রয়েছে।'