ইউক্রেন (Ukraine Crisis) থেকে দেশে ফেরা মেডিকেল পড়ুয়াদের (Medical Students) পাশে রাজ্য সরকার (West Bengal)। সরকারি মেডিকেল কলেজে প্র্যাকটিকাল ক্লাসের সুযোগ দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ইচ্ছুকদের সাতদিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
প্রত্যেক বছর এদেশ থেকে বহু পড়ুয়া ইউক্রেনে ডাক্তারি পড়তে যান। ফেব্রুয়ারি থেকে রাশিয়া যুদ্ধঘোষণা করায় বিপদে পড়ে পড়ুয়ারা। অনেক টানাপোড়েনের পর দেশে ফিরেছেন বহু পড়ুয়া। রাজ্যের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, যাদের ডাক্তারি পড়া শেষ হয়নি, তাদের সাহায্য করবে রাজ্য। সেই অনুযায়ী, ইউক্রেন থেকে রাজ্যে ফেরা ছাত্রছাত্রীদের প্র্যাকটিকাল ক্লাসের সুযোগ দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: দেগঙ্গার কোন পাড়ায় রেশন, তৃণমূলের দুই শিবিরের ঝামেলায় আহত ১০
বুধবার স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, MBBS ও BDS পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিকেল কলেজে প্র্যাকটিকাল ক্লাস করার সুযোগ পাবেন। তবে এই জন্য একটি ফর্ম জমা দিয়ে আবেদন করতে হবে।