রাজ্যের বেসরকারি (private School) স্কুলগুলির উপর নজরদারির উদ্যোগ নিল রাজ্য সরকার। ফি বৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাম্প্রতিক অতীতে রাজ্যের বেসরকারি স্কুলগুলির একাংশের অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছেন। মামলা হয়েছে অতিমারী আইনেও। এ-বার এই সব বিষয়ে নজরদারি করতে কমিশন (Commission) তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের বেসরকারি স্কুলগুলির উপরে নজর রাখার জন্য একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিশন গড়া হবে। বেসরকারি হাসপাতালগুলির উপর নজরাদারির জন্য রয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন।তার ধাঁচেই প্রস্তাবিত ওই কমিশন কাজ করবে বলে সরকারি সূত্রের খবর।
KK's song released: গুলজারের লিরিকে মুক্তি পেল সৃজিতের ছবির গান, শুধু শুনতে পেলেন না কেকে নিজেই
সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রূপরেখা এখনও তৈরি হয়নি। খুব তাড়াতাড়িই এ বিষয়ে বিশদ ভাবে জানানো হবে।
বেসরকারি স্কুলে ফিৃ বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা সংগঠন ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান,লাগামছাড়া ফি বৃদ্ধি-সহ নানা বিষয়ে বেসরকারি স্কুলের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাজ্যে আইন প্রণয়ন ও রেগুলেটরি কমিশন গঠনের দাবি অভিভাবকেরা বার বার জানিয়েছেন। তাঁরা মনে করেন, অভিভাবক আন্দোলনের চাপেই সরকার কমিশন গড়ার কথা ভাবছে।