অ্যাডিনোভাইরাসের (Adenovirus) দাপটে উদ্বেগ বাড়ছে রাজ্যে। ফলে, এবার করোনার মতোই অ্যাডিনো সংক্রমণ রুখতে টেলিমেডিসিনের ওপর জোর রাজ্যের স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যেই জারি করা হয়েছে নয়া নির্দেশিকা।
গতবছর করোনার কারণে টেলিমেডিসিন প্রকল্প 'স্বাস্থ্য ইঙ্গিত' চালু হয়েছিল। অ্যাডিনো মোকাবিলায় এইবার রাজ্য সরকারের এই প্রকল্পকে আরও মজবুত করতে নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন - 'নৈতিক জয়', গ্রেফতারির পর জানালেন কৌস্তভ, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বাবার
রাজ্যের বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া শিশু রোগীদের চিকিৎসায় যাতে বি সি রায় হাসপাতাল এবং অন্যান্য মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা পরামর্শ দিতে পারেন, সেই কারণেই এই টেলিমেডিসিনের বিষয়টিকে জোরালো করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও মনে করা হচ্ছে গরমের দাপট বাড়লে কিছুটা হলেও কমবে অ্যাডিনোভাইরাসে আক্রান্তের সংখ্যা।